শুটিংয়ের আগেই বন্ধ হচ্ছে রাজা চন্দের ছবি? কি বললেন পরিচালক?
শ্যুট শুরুর আগেই বন্ধের মুখে রাজা চন্দের পরবর্তী ছবি? টলিউডে জোর গুঞ্জন, সোহম চক্রবর্তী, ঊষসী রায়, বনি সেনগুপ্ত অভিনীত ছবিটির শ্যুটিং নাকি না-ও হতে পারে। শ্যাডো ফিল্মস ও শ্যামসুন্দর দে প্রযোজিত এই ছবিতে নাকি অভিনেত্রী ঊষসী রায়কে নিয়ে কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। এই প্রসঙ্গে পরিচালক রাজা চন্দ কলকাতার সংবাদমাধ্যমকে জানিয়েছেন কাউকে নিয়ে কোনও মনোমালিন্য ঘটেনি। শ্যুটিংয়ের তারিখ পিছিয়েছে। প্রথম এবং প্রধান কারণ, চূড়ান্ত চিত্রনাট্য এখনও হাতে পাননি তিনি। তাতেই ইন্ডাস্ট্রিতে ছবি বন্ধ হওয়ার ভুয়ো খবর রটেছে। একই সঙ্গে রাজা আরও জানান ১৮ জুন থেকে শ্যুট শুরু হওয়ার কথা ছিল। পিছিয়ে গিয়ে শুটিং শুরু হবে আগস্টে। এদিকে বনি সেনগুপ্ত জানিয়েছেন ছবির তারিখ পিছোনোর খবর তিনি শুনেছেন। কিন্তু ছবিটা হচ্ছেনা এরকম কোনো খবর পাননি তিনি।